ভোগের প্রচ্ছদে ঐশ্বরিয়া


প্রকাশিত: ০৭:৩১ এএম, ০৩ মার্চ ২০১৫

গ্লামার্স লুকে ভোগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণে প্রচ্ছদকন্যা হয়েছেনসাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি ম্যাগাজিনের কভারটি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটারে পোস্ট করেছেন ঐশ্বরিয়া ।

হিন্দুস্তান টাইমস অব ইনডিয়ার খবরে জানা গেছে, ৪১ বছর বয়সী ঐশ্বরিয়া ভোগ ম্যাগাজিনের মার্চের সংখ্যায় প্রচ্ছদকন্যা হয়েছেন। দু-এক দিনের মধ্যেই সংখ্যাটি বাজারে আসবে। এর প্রচ্ছদে তাকে সত্তর দশকের রূপে দেখা যাবে। সাদা-কালো পশমি জ্যাকেট পরিহিত ব্যান্ডকাট চুলে তাকে বেশ আকর্ষণীয় লাগছে।

এ প্রসঙ্গে ম্যাগাজিনটির মুখপাত্র জানান, `ম্যাগাজিনের এবারের সংখ্যায় চমক আনতেই ঐশ্বরিয়া কে কভার গার্ল হিসেবে বেছে নিয়েছি। এতদিন সবাই তার মুটিয়ে যাওয়া শরীর দেখেছেন। কিন্তু আমাদের ম্যাগাজিনের প্রচ্ছদে দর্শকরা নতুন এক ঐশ্বরিয়াকে আবিষ্কার করতে পারবেন।`

সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে ঐশ্বরিয়া রাই বচ্চন `জাজবা` ছবির শুটিং করছেন। তাছাড়া সম্প্রতি করন জোহরের নতুন প্রজেক্ট `ইয়ে দিল হ্যায় মুশকিল` ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও আনুষ্কা শর্মা।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।