ইনস্টাগ্রামে জ্যাকলিনের রেকর্ড (ভিডিও)


প্রকাশিত: ০৪:২১ এএম, ০২ মার্চ ২০১৫

বলিউডের অনেক তারকাদের পেছনে ফেলে বাজিমাত করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। ইনস্টাগ্রামে শ্রীলংকান বংশোদ্ভুত এই বলিউড নায়িকার অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

২৯ বছর বয়সী `কিক` তারকার ক্যারিয়ারে বইছে এখন সুসময়। সেই সুসময়ের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ইনস্টাগ্রামে প্রতিমুহূর্তেই নিজের ছবি আপলোড করেন জ্যাকলিন। ১০ লাখ অনুসারী পেয়ে স্বভাবতই ভীষণ উচ্ছ্বসিত জ্যাকলিন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিজের ভক্তদের। সেই সঙ্গে এই অর্জনকে বিশেষ করে রাখতে নিজের ব্যক্তিগত কিছু শিগগিরই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করবেন বলে ঘোষণা দিয়েছেন।

২০০৬ সালে মিস শ্রীলংকা ইউনিভার্স খেতাব জেতেন জ্যাকলিন ফার্নান্দেজ। `কাহানি`খ্যাত পরিচালক সুজয় ঘোষের `আলাদিন` সিনেমার মাধ্যমে ২০০৯ সালে জ্যাকলিন বলিউডে অভিষিক্ত হন। এরপর `মার্ডার টু`, `রেস টু`, `হাউসফুল ২` ও `কিক`-এর মতো সিনেমায় অভিনয় করে খ্যাতি পান।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জ্যাকলিনের অনুসারী আছে প্রায় ১৮ লাখ।



এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।