জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৪ এপ্রিল


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০২ মার্চ ২০১৫

৪ এপ্রিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ প্রদানের তারিখ চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে অতিথিদের জন্য চিঠি প্রস্তুত করতে শুরু করেছে তথ্য মন্ত্রণালয়। প্রতিবারের মতো এবারও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী, তথ্যসচিব, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র শিল্পী, কলাকুশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রধান থাকছেন বিটিভির মহাপরিচালক আব্দুল মান্নান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ, পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। তবে অনুষ্ঠানের উপস্থাপক-উপস্থাপিকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানায় মন্ত্রণালয়।

এবার শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন তিতাস জিয়া এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন মৌসুমী। আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী। তা ছাড়া রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন শ্রেষ্ঠ গায়িকা হিসেবে যৌথভাবে মনোনীত হয়েছেন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।