শুরু হচ্ছে মিডিয়া ইউনিটির চতুর্থ সমাবেশ


প্রকাশিত: ০৭:০১ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন মিডিয়া ইউনিটির চতুর্থ সমাবেশ শুরু হচ্ছে। ০৩ ডিসেম্বর দুপুরে নগরীর ঢাকা ক্লাবে এই সমাবেশ ডাকা হয়।

মিডিয়া ইউনিটির সাধারণ সম্পাদক ও দেশ টিভির উপ-ব্যবস্থাপক আরিফ হোসেন জানান, এটি মিডিয়া ইউনিটির ডাকা চতুর্থ সমাবেশ। আজকের এই সমাবেশে বেসরকারি চ্যানেলের মালিকরা উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, সংকটময় পরিস্থিতিতে নিজেদের মধ্যে সমস্ত বিবেধ ভুলে বাংলাদেশের সবগুলো ইলেক্ট্রনিক মিডিয়ার মালিক এবং শীর্ষ কর্তাব্যক্তিবর্গ সংহতি সমাবেশে অংশগ্রহণ করবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সমাবেশ শুরু হবে।

এরআগে শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আন্তরিকতায় গত ০১ ডিসেম্বর অবৈধ ডাউনলিঙ্ক চ্যানেল বন্ধ তথা অনৈতিকভাবে দেশীয় কোম্পানির বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে অবৈধ মানি লন্ডারিং সংক্রান্ত অরাজকতা বন্ধের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনই/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।