স্টারট্রেক তারকা নিময় মারা গেছেন


প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০১ মার্চ ২০১৫

আমেরিকান টেলিভিশন সিরিজে স্টারট্রেক এক মাইলফলকের নাম। আর এই সায়েন্স ফিকশন সিরিজে দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছেন যে ক’জন তারকা তাদের অন্যতম লিওনার্ড নিময়। শুক্রবার সকালে লস এঞ্জেলেসে নিজ বাসায় ৮৩ বছর বয়সে মৃত্যু বরণ করেছেন এই স্টারট্রেক তারকা।

ষাটের দশকে বিপুল জনপ্রিয় এই সিরিজে আধা মানব আর আধা ভাল্কান মি. স্পক চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের হৃদয়ে ঠাঁই করে নেন ইউক্রেনীয় বংশোদ্ভূত এই তারকা।

ছোট ও বড় পর্দার এক সময়ের দাপুটে এই তারকা স্টার ট্রেকের পর কিড মঙ্ক ব্যারোনি, পেরি মেসন, ডেথ ওয়াচের মত বিখ্যাত বেশ কিছু টিভি সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। একই সাথে পরিচালনা কাজও চালিয়ে যান তিনি। হাত পাকান চিত্রনাট্য রচনায়ও। এছাড়া কবি, চিত্রগ্রাহক, গায়কসহ বিনোদনের বেশ কিছু ক্ষেত্রে নিজের প্রতিভার প্রমাণ দেন তিনি।

মঞ্চ নাট্যে অভিনয় করেও নিজেকে জাত অভিনেতা হিসেবে প্রমাণ করেন নিময়। তবে গেল দু`তিন বছর ধরেই দূরে সরে ছিলেন তিনি কাজ থেকে।

ব্যক্তিগত জীবনেও বেশ গোছালো ছিলেন লিওনার্ড নিময়। সংসার জীবনে টানা ২৬ বছর প্রেমিকা সুসান বে’র সাথে ঘর করেছেন। এক ছেলে এক মেয়ের জনক তিনি।

দীর্ঘদিন ধরে নিময় ফুসফুসের নানা জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।