আহত হলেন রণবীর সিং


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০১ মার্চ ২০১৫

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন রণবীর সিং। সঞ্জয় লীলা বানসালির নতুন ছবি `বাজিরাও মাস্তানি`র শুটিং করার সময় আহত হন তিনি। বুধবার একটি ফাইটিং দৃশ্যের শুটিং করতে গিয়ে কাঁধের কাছে একটি লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ থাকে।

প্রাথমিক চিকিৎসা শেষে দৃশ্যটির শুটিং শেষ করেন রণবীর। এরপর তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, রণবীরের কাঁধের কাছের লিগামেন্ট ছিঁড়ে গেছে। কমপক্ষে দুই দিন পূর্ণ বিশ্রামে কাটাতে হবে তাঁকে। এরপর শুটিং করতে পারবেন, তবে বেশি ঝুঁকি নেওয়া যাবে না।

শুটিং ইউনিট থেকে জানানো হয়েছে, এ ঘটনায় শুটিং ইউনিট খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। কারণ এই লোকেশনের শুটিং শেষ হয়েছে। এখন নতুন লোকেশনের ইউনিট গোছাতে দু-তিন দিন সময় লাগবে। আর এই কদিন রণবীর বিশ্রামে কাটাবেন।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।