গানে আগ্রহী চাঁদনী


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০১ মার্চ ২০১৫

নাচ, গান, আবৃত্তি ও অভিনয়- এ চারটি শাখাতেই চাঁদনীর অবাধ বিচরণ ছিল ছেলেবেলায়। এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পর্যন্ত দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। গত বছরের শুরুতে বাপ্পা মজুমদারের নতুন কম্পোজিশনে ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা’ শিরোনামের দেশাত্মবোধক এ গানটিতে কণ্ঠ দিয়ে নতুন করে গায়িকা হিসেবে আলোচনাও এসেছিলেন তিনি। ইদানীং গানের ওপর তার আগ্রহ জন্মেছে।

এ বিষয়ে চাঁদনী বলেন, ‘এখনও গুনগুন করে গান গাই। তবে কখনও ইচ্ছে হয়নি পেশাগতভাবে গান করার। হঠাৎ তেমন কিছু হয়েও যেতে পারে। মানুষের জীবনে কখন কী হয় কেউই তা বলতে পারে না।’

এমন হলে স্বামী বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনেই চাঁদনীকে মৌলিক কোন গানে কণ্ঠ দিতে দেখা যাবে। এদিকে চাঁদনী গত সপ্তাহে নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় শেষ করেছেন ‘বালা’ নাটকের কাজ।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।