কিশোর চরিত্রে অভিনয় করছেন না শাহরুখ


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০১ মার্চ ২০১৫

`ফ্যান` নামের ছবিতে শাহরুখ খান ১৭ বছর বয়সী এক ভক্তের চরিত্রে অভিনয় করবেন বলে খবর ছড়ায়। কিন্তু নিজের টুইটারে এই খবরটি অস্বীকার করেছেন কিং খান।

প্রথমে ছবির নাম দেখেই সবাই ধরেই নিয়েছিলেন, তারকা চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু চমকটা ছড়ায় যখন জানা যায়, ১৭ বছরের এক ফ্যানের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ।

এর আগে এক টেলিভিশন শোয়ের সেটে শাহরুখ সাংবাদিকদের বলেন, এই ছবি একেবারেই অন্যরকম। আমি এই ছবিতে ১৭ বছরের এক কিশোরের ভূমিকায় অভিনয় করছি। মেকআপ বা ভিএফএক্সের সাহায্য নেবো আমি। খবরটি আলোড়ন তোলার পর নিজের মাইক্রো ব্লগিংয়ে শাহরুখ জানিয়েছেন, রোহিতের ছবিতে ১৭ বছর বয়সীর চরিত্রে আমার অভিনয়ের খবরটি মোটেও সত্য নয়।

শাহরুখ এই চরিত্রের কথা অস্বীকার করার আগে জানানো হয়েছিল, রোহিত শেঠির ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন মডেল ওয়ালুশ ডি সুসা। এই ছবিতে বাণিজ্য ও বয়সকে দূরে সরিয়ে রেখে মাথায় রাখা হয়েছে চরিত্র। তবে ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে না `ফ্যান`। ছবির মুক্তির দিন পিছানোর কথা বলা হলেও নতুন দিন এখনো ঘোষণা করা হয়নি।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।