বিদায় পড়াশোনা, স্বাগত রুপালি পর্দা
রুপালি পর্দার মোহময় ডাকে পড়া ফেলে তারকা জগতের বাসিন্দা হয়েছেন- বলিউডে এমন নজির অনেক। এদের অনেকে ছাত্রজীবনে রীতিমতো ভাল ফলও করেছেন। কিন্তু বলিউড ক্যারিয়ারের খাতিরে তাদের বিদায় দিতে হয়েছে প্রাতিষ্ঠানিক পড়াশোনাকে।
ঝলমলে রূপ আর অভিনয় দিয়ে বড় তারকা হয়েছেন, কিন্তু স্নাতক শেষ করতে পারেননি এমন বলিউড রুপসীদের মধ্যে আছেন সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোনসহ হালের ক্রেজ আলিয়া ভাট পর্যন্ত।
ঐশ্বরিয়া রাই বচ্চন.
বিশ্বের সেরা সুন্দরীদের একজন ঐশ্বরিয়া রাই বচ্চন স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করতে পারেননি। মেধার দিক থেকে তিনি সবসময়ই গড়পড়তা ছাত্রী ছিলেন। জয়হিন্দ কলেজে একবছর পড়াশোনা করার পর স্থাপত্যে স্নাতক করার জন্য অন্য কলেজে চলে যান। কিন্তু অল্প দিনেই তিনি উচ্চ পারিশ্রমিকে মডেলিং ও সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পান। ফলে মাঝপথেই বলিউডে নিয়মিত হওয়ার জন্য পড়াশোনা ত্যাগ করেন।
দীপিকা পাড়ুকোন.
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায় পড়ুয়া কলেজ ছাত্রীর ভুমিকায় অভিনয়ের সময় অনেকেই হয়তো জানতেন না যে দীপিকা পাড়ুকোন বাস্তব জীবনে গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। বলিউডের ডাকই দীপিকার কাছে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পেতো। স্নাতক পর্যায়ে ব্যাঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজে ভর্তি হয়েও শেষ করতে পারেননি। পরে আইজিএনওইউ-তেও একটি শর্ট কোর্সে ভর্তি হন কিন্তু তাও শেষ করতে পারেননি। বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্তদের একজন দীপিকাকে এই অবস্থানে আসতে অনেক ত্যাগই স্বীকার করতে হয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া.
গত কয়েক বছরে বলিউডে সেরা পারফর্ম করা নায়িকাদের অন্যতম প্রিয়াঙ্কা চোপড়াও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। সাবেক মুুস ওয়ার্ল্ড এই রূপসী যুক্তরাষ্ট্র ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার স্কুল পর্যায়ের পড়াশোনা শেষ করেন। পেশাগত জীবনে তিনি একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট হতে চেয়েছিলেন। এ উদ্দেশ্যে তিনি মুম্বাইয়ের জয় হিন্দ কলেজে ভর্তিও হন। কিন্তু মডেলিং ও সুন্দরী প্রতিযোগীতায় নিয়মিত হতে গিয়ে তা শেষ করতে পারেননি।
কারিনা কাপুর.
শিশুকাল থেকেই কারিনা কাপুর রুপালি জগতের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট ছিলেন। হালের উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকাদের একজন কারিনা মাত্র ২০ বছর বয়সেই সিনেমায় অভিনয় শুরু করেন। মিথিবাই কলেজে দুই বছর বাণিজ্য বিভাগে পড়াশোনার পর সরকারী আইন কলেজে ভর্তি হন। কিন্তু মাত্র এক বছর পরই বলিউডে অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য তিনি তা ত্যাগ করেন।
ক্যাটরিনা কাইফ.
বেড়ে ওঠার দিনগুলিতে ক্যাটরিনা কাইফ তার মা ও ভাই-বোনদের সাথে দুনিয়া ভ্রমণ করে বেড়িয়েছেন। ফলে প্রকৃতপক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো বিদ্যালয়েই যাননি তিনি। তিনি বরং ঘরেই পড়ালেখা করেন। আর মাত্র ১৪ বছর বয়সেই ক্যাট মডেলিং শুরু করেন।
আলিয়া ভাট.
খ্যাতিমান পরিচালক করন জোহরের সিনেমা স্টুডেন্ট অফ দ্য ইয়ারে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন হালের ক্রেজ আলিয়া ভাট। স্কুলের গন্ডি পেরিয়েই তিনি অভিনয়ে নাম লেখান। অভিনয়ে ব্যস্ততার কারণে তিনি এখনো কলেজে নামই লেখাতে পারেন নি।
সোনম কাপুর.
সোনম কাপুরকে সম্প্রতি এ ব্যাপারে আক্ষেপ করে বলতে শোনা গেছে, `আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি আমার পড়াশোনা শেষ করতে পারিনি। তবে চলতি বছরেই আমি গ্র্যাজুয়েশন শেষ করবো। সাহিত্যে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি শেষ করার জন্য আমি এবার ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণ করবো। আমি যেসব বিষয়ে সবচেয়ে বেশি আক্ষেপ করি তার মধ্যে এটি একটি।`
এসআরজে