শিল্পীদের আন্দোলনে সংহতি প্রকাশ করছে চ্যানেলগুলো


প্রকাশিত: ০৯:০৮ এএম, ৩০ নভেম্বর ২০১৬

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে পাঁচ দফা দাবিতে টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের সমাবেশ। আজ বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয় এই সমাবেশ। এক এক করে আসতে শুরু করেন নির্মাতা, প্রযোজক, শিল্পী, ক্যামেরাম্যান, এডিটর, টেকনিশিয়ানসহ টেলিভিশন শিল্পের পেশাজীবীরা।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি। দেশীয় চ্যানেলে বিদেশি সিরিয়াল বন্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে এই সমাবেশ করছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। এরই মধ্যে সমাবেশে নানা সংগঠন সংহতি প্রকাশ করেছে। সমাবেশের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বেশ কিছু চ্যানেল। এখন পর্যন্ত সেই তালিকায় আছে আরটিভি, এনটিভি, এটিএন বাংলা, বাংলাভিশন ও গান বাংলা।

সকালে শহীদ মিনারে স্বাগত বক্ত‌ব্যে এফ‌টি‌পিও’র আহ্বায়ক মামুনুর রশীদ বলে‌ছি‌লেন, ‘আমা‌দের দাবি মে‌নে নি‌য়ে যে কোনো চ্য‌ানেল সাড়া দিতে পারে। যদি তারা আসে তবে তাদের স্বাগত জানা‌ব আমরা।’

এর পরপরই এফটিপিও’র সঙ্গে একাত্মতা প্রকাশ করে আরটিভি। চ্যানেলটির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব এই ঘোষণা দেন। তিনি ব‌লেন, ‘আর‌টি‌ভি নিয়মব‌হির্ভূতভা‌বে কো‌নো বি‌দেশি ডা‌বিং নাটক প্রচার কর‌বে না। আমরা পাঁচ দফা দা‌বির স‌ঙ্গে একমত।’

একইভাবে সংহতি প্রকাশ করেন এ‌টিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘আমার চ্যানেলে সবরকমের বি‌দেশি নাটক ও বিজ্ঞাপন বন্ধ। আমার কাছে দেশ আগে, শিল্পী আগে। আপনাদের সঙ্গে আমি আছি। যে একতা নিয়ে এখানে এসেছেন সেটি ধরে রাখবেন।’

Channel 2

সমাবেশের আহ্বায়ক মামুনুর রশীদ জাগো নিউজকে বলেন, ‘আমাদের প্রত্যাশা দিন শেষে প্রায় সব চ্যানেলই যোগ দেবে। যারা না আসবে তাদের জন্য আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। আজ মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে দাবি আদায়ের জন্য। দাবি আদায় হবেই।’

প্রসঙ্গত, এফটিপিও এর পাঁচটি দাবি হচ্ছে- দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট বা এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠানসংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রণ, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী এবং কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ এবং ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা। 

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।