মাহফুজুর ও বাবুর বিরুদ্ধে সাগরের মানহানি মামলা


প্রকাশিত: ০৭:১৮ এএম, ৩০ নভেম্বর ২০১৬

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

চ্যানেল আই সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর ঢাকায় প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় মাহফুজুর রহমান এবং মোজাম্মেল হক বাবু ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য রাখেন।

সেখানে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে ‘সংস্কৃতির রাজাকার’ বলে আখ্যা দেন। সেই অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন মোজাম্মেল হক বাবু।

বাদীর পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং তার সহযোগী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৭।

এদিকে এই মামলার ব্যাপারে মাহফুজুর রহমান ও মোজাম্মেল হক বাবুর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।