দিতির নাটকে স্বাগতা
দিতির পরিচালিত নাটকে প্রথমবারের মতো অভিনয় করছেন স্বাগতা। অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটকও পরিচালনা করেন চিত্রনায়িকা দিতি। সে ধারাবাহিকতায় এবার নির্মাণ করছেন খণ্ডনাটক ‘অনুক্ষণে অনুভবে’। নাটকটিতে অভিনয় করছেন স্বাগতা।
সম্প্রতি ভারত থেকে ফিরেই এ নাটকের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন দিতি। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। এ প্রসঙ্গে দিতি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর বন্ধুত্বের গল্প নিয়েই নাটকটি নির্মিত হচ্ছে। এতে আমাকে বিদেশ থেকে আসা একজন শিক্ষকের ভূমিকায় দেখা যাবে। নাটকে এক ছাত্র আমার প্রেমে পড়ে। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।’
স্বাগতা বলেন, দিতি আপার নাটকে এটাই প্রথম। আশা করছি সুন্দর একটি কাজ হবে।’ রোববার থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
এইচএন/আরআইপি