হঠাৎ ছন্দপতন ম্যাডোনার


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

ব্রিট অ্যাওয়ার্ড ২০১৫ তে গান গায়ছিলেন ম্যাডোনা।  লন্ডনের স্টেজে দিব্যি জমে উঠেছে অনুষ্ঠান। প্রায় মাটি ছোঁয়া ক্লোক পরে মঞ্চের এক ধার থেকে অন্য ধারে তার স্বচ্ছন্দ বিচরণ। হঠাত্‍ই ছন্দপতন।

ম্যাডোনার ক্লোকটা ঠিক করে দিতে গেলেন এক সহশিল্পী। সামান্য টান পড়ল ক্লোকে। তারপরেই ঢেউয়ের মতো বাতাসের ধাক্কায় একেবারে মঞ্চের ধারে চলে গেলেন শিল্পী। পর মুহুর্তেই স্টেজের একেবারে নীচে। পড়ে গিয়েই অবশ্য সামলে নিলেন পরিস্থিতি। এরপর আবারো স্টেজে উঠে ধরলেন গানের রেশ।

পড়ে গেলেন কীভাবে? ভালবাসার গান গাইছিলাম তো। তাই ভাসিয়ে নিয়ে গেল প্রেমের হাওয়া। পরে টুইটে ঠাট্টা করেছেন ম্যাডোনা।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।