নিষিদ্ধ হলো পরী মনির নগর মাস্তান
সেন্সরবোর্ডে আটকে গেল পরী মনি অভিনীত চলচ্চিত্র `নগর মাস্তান`। কারণ অশ্লীলতা। ছবিটিতে অশ্লীল দৃশ্যের ছড়াছড়িসহ বেশ কিছু অসংলগ্ন সংলাপ রয়েছে বলে অভিযোগ উঠেছে তুলেছে সেন্সরবোর্ড।
তবে ছবিটি আপিল করার সুযোগ পাবে। অশ্লীল দৃশ্য ও অসংলগ্ন সংলাপ ফেলে দিয়ে আপিল করলে ছবিটি আলোর মুখ দেখতে পারে বলেও জানিয়েছে সেন্সরবোর্ড।
এ প্রসঙ্গে পরী মনি বলেন, আমি কোন অশালীন দৃশ্যে অভিনয় করিনি। জানি না ছবিটির কোন অংশে অশ্লীলতা রয়েছে। নিশ্চয়ই আমি এমন কোন দৃশ্যে কখনোই অভিনয় করবো না যা আমি পরিবার পরিজন নিয়ে কখনো দেখতে পারবো না।
উল্লেখ্য, রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত নগর মাস্তান ছবিটিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, জায়েদ খান, সাগর, পরী মনি, নবাগতা টিটান চৌধুরী ও মিজু আহমেদ। ছবিটি প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম।
আরএস/আরআই