আমিষে না অানুষ্কার
অানুষ্কার ফিটনেস দেখে বোঝা না গেলেও খেতে বড়ই ভালোবাসেন তিনি। বিশেষ করে আমিষজাতীয় খাবার অানুষ্কার বেশি পছন্দের। কিন্তু এবার তার ডুড এর জন্য আমিষ খাবার ছাড়তে চলেছেন তিনি। না এই ডুড বিরাট কোহলি কিংবা কোন সিনেমাও নয়। এই ডুড হল অানুষ্কার পোষা কুকুর শখ করে যার নাম রেখেছেন ডুড।
নিজের আশপাশে আমিষ খাবারের গন্ধ পছন্দ করছে না ডুড। তাই আদরের ডুড-এর ইচ্ছা অনুযায়ী মেনু থেকে আমিষ খাবার বাদ দিতে চলেছেন আনুষ্কা। তার একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, কখনও ডায়েট নিয়ে সেভাবে কড়া অনুশাসনের মধ্যে থাকতে পছন্দ করেন না অানুষ্কা। তাই পছন্দের পরোটা, বাটার চিকেন নিয়েও কোন দুশ্চিন্তা নেই অানুষ্কার। ইচ্ছে হলে খেয়েই নিতেন। কিন্তু এখন ডুড-এর জন্য মনে হচ্ছে অানুষ্কাকে নিরামিষ খেয়েই জীবন ধারণ করতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া।
এআরএস/আরআইপি