সুইফটের স্টাইল
আর লুকিয়ে রাখতে পারলেন না টেইলর সুইফট। শেষ পর্যন্ত প্রকাশ হয়ে গেল তার `স্টাইল` গানের মিউজিক ভিডিও। প্রথমে ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশিত হয়। পরে পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওটিই চলে অাসে অনলাইনে।
ভিডিওতে সুইফটকে তার প্রেমিকের সঙ্গে বিভিন্ন খুনসুটি করতে দেখা যায়। এর একটি দৃশ্যে ভাঙা আয়নায় প্রতিবিম্ব উপস্থিত হন তিনি। আবার আরেকটি দৃশ্যে প্রেমিকের বেডরুমে তার চেহারাটি আলো প্রক্ষেপণের মাধ্যমে দেখানো হয়।
এমএস/এআরএস