প্রভার অপেক্ষা


প্রকাশিত: ০২:৩৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

বেশ কিছুদিন ধরে অভিনয়ে কম সময়ই দিচ্ছেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এর অবশ্য তেমন কোন কারণ নেই। নতুন তিনটি ধারাবাহিক বর্তমানে প্রচারের অপেক্ষায় রয়েছে প্রভার। এ নাটকগুলোর মধ্যে দুটির কাজ শেষ করেছেন বেশ আগেই। এর মধ্যে রয়েছে অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘দহন’ ও আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’।

পাশাপাশি বর্তমানে সুমন আনোয়ারের পরিচালনায় আরও একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে প্রভা বলেন, শূন্য থেকে শুরু ও দহন নাটক দুটি কবে প্রচারে আসবে জানি না। তবে দুটোরই গল্প বেশ অসাধারণ। আমি নাটক দুুটি নিয়ে বেশ আশাবাদী। বলতে পারেন দর্শকের জন্য বিশেষ চমক থাকবে নাটক দুটিতে।

আর সুমন আনোয়ারের পরিচালনায় এ নাটকটির গল্পও দারুণ লেগেছে। কাজ করে বেশ উপভোগ করছি। এর বাইরে সমপ্রতি ভালবাসা দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচার হয় তার অভিনীত নাটক ‘আমি স্পেশাল মানুষ’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে এ নাটক থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান প্রভা। তিনি বলেন, নাটকটি থেকে দর্শকের কাছে এভাবে রেসপন্স পাবো সেটা আগেই বুঝেছিলাম। গল্প, চিত্রনাট্য সবই মজার ছিল। পাশাপাশি সহ-শিল্পী হিসেবে মোশাররফ ভাইয়ের উপস্থিতিটা আরও জমে ওঠে। দুই ধারাবাহিকের প্রচারের অপেক্ষায় ছাড়াও প্রভা মুখিয়ে আছেন একটি ভাল চিত্রনাট্যের ছবিতে অভিনয়ের। কিন্তু এখনও অপেক্ষাই করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে একটি ছবির ব্যাপারে কথা হলেও সেটা আর করা হয়নি তার।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।