বিয়ের জন্য অস্থির ক্যাটরিনা
বিয়ের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলিউডের হার্টথ্রব কাটরিনা। এতদিন রণবীরকে বিয়ের ব্যাপারে যেসব হতাশার কথা শুনিয়েছেন সেটা স্থায়ী হচ্ছে না। এখন তারই প্রমাণ মিলেছে অভিষেক কাপুরের ‘ফিতর’ ছবির শুটিং শেষে রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিংয়ের সঙ্গে সাক্ষাতে।
জানা গেছে, রণবীরের সঙ্গে জলদি বিয়ের কাজটি সারতেই এখন মরিয়া হয়ে উঠেছেন কাটরিনা। শুধু হবু শ্বশুর শাশুড়ি নয়, রণবীরের বোনের সঙ্গেও দেখা করেছেন তিনি। তবে হঠাৎ করে কাটরিনা এখন বিয়ে পাগল হলেন কেন? এমন প্রশ্নে জন্ম নিতেই উত্তরটা পরিষ্কার হয়ে যায়। বর্তমানে রণবীর ব্যস্ত রয়েছেন তামাশা ছবির শুটিংয়ে। সেখানে তার সহশিল্পী আর কেউ নন। সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন। ছবির রসায়ন বাস্তব জীবনেও কি ঘটতে যাচ্ছে এসব কথা উঠতেই কাটরিনা অনেকটা ঈর্ষান্বিত হয়ে উঠেছেন। আর তাই বিয়ের জন্য তড়িঘড়ি এ পদক্ষেপ তার।
এএইচ/পিআর