কঙ্গনার ফার্স্ট লুক


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

বলিউড কুইন কঙ্গনা রওনত প্রায় সব ছবিতেই লুক চেঞ্জ করে তাক লাগিয়ে দেন। এবার প্রকাশিত হল তার আগামী ছবি `কাট্টি বাট্টি`-র ফার্স্ট লুক। সামনে ক্যানভাস নিয়ে বসে রয়েছেন কঙ্গনা। পরনে সামনে পেন্টিংয়ের মতোই ঝলমলে পোশাক।

কাট্টি বাট্টি ছবিতে দিল্লির অবস্থাপন্ন পরিবারের মেয়ে আর্ট কলেজের ছাত্রী পায়েলের ভূমিকায় রয়েছেন কঙ্গনা রওনত। হলুদ স্কার্টে বোহেমিয়ান কঙ্গনাকে এই চেহারায় আগে দেখেনি বলিউড। ইমরান খানকে দেখা যাবে পায়েলের সহপাঠী ম্যাডি শর্মার ভূমিকায়।

সিদ্ধার্থ রয় কপূর ও নিখিল আডবানী প্রযোজিত ছবি পরিচালনা করেছেন নিখিল আডবানী। ছবিতে মিউজিক দিয়েছেন শঙ্কর, এহসান, লয়। আগামী ১৮ সেপ্টেম্বর, ২০১৫ মুক্তি পাচ্ছে কাট্টি বাট্টি।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।