ঢামেককে ডাটা ও ভয়েস সেবা দেবে এয়ারটেল


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ঢামেকের সকল একাডেমিক এবং প্রশাসনিক সদস্যদের বিশেষায়িত ভয়েস এবং ডাটা সেবা প্রদান করবে। বুধবার ঢামেক অধ্যক্ষের সম্মেলন কক্ষে এই চুক্তিটি সাক্ষরিত হয়।

এয়ারটেল বাংলাদেশের এমডি এবং সিইও পিডি শর্মা, চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, হেড-এন্টারপ্রাইজ সলিউশন জাফরী শামীম, এসএমই সেলস ম্যানেজার সৌরভ কবীর, কী একাউন্ট ম্যানেজার ফয়সাল মাহমুদ এবং ঢামেকের প্রিন্সিপ্যাল ডঃ মোঃ ইসমাইল খান, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এইচ এ এম নাজমুল আহসান চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসএ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।