আসছে কর্ণিয়ার মিউজিক ভিডিও


প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

প্রথম একক অ্যালবামের একটি গান নিয়ে মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন পাওয়ার ভয়েজ`খ্যাত কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। ইতোমধ্যে তিনি এর দৃশ্যধারণের কাজটি শুরু করেছেন। এ গানে একক কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর দৃশ্যেও মডেল হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কর্ণিয়া বলেন, গানের কথা, সুর-সঙ্গীত কারা করেছেন, তা এই মুহূর্তে বলব না। বিষয়টি ভক্তদের কাছে চমক হিসেবেই রাখতে চাই। আর গানটির ভিডিও নির্মাণ করছেন একজন তরুণ পরিচালক। আগামী মাসের মধ্যেই মিউজিক ভিডিওটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।

এদিকে বেশ তোড়জোড় করেই কর্ণিয়া তার প্রথম একক অ্যালবামটি তৈরি করছেন। ইতোমধ্যে তিনি এ অ্যালবামের বেশ ক`টি গানের কাজ সম্পন্ন করেছেন। গানগুলোর সুর-সঙ্গীত করছেন ধারক ব্যান্ডের ভোকাল নির্ঝর চৌধুরী ও চিরকুট ব্যান্ডের ইমন।

প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ক্যারিয়ারের প্রথম একক হওয়ায় বেশ যত্ন নিয়েই গানগুলো তৈরি করছি। এতে খুব বেশি গান রাখব না। সব গানই আমি একক কণ্ঠে গাইব। এ বছরই আমার অ্যালবামটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

এমএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।