বিজয় দিবসে মুক্তি পাচ্ছে না মুখোশ মানুষ


প্রকাশিত: ১১:২৭ এএম, ২৩ নভেম্বর ২০১৬

ঘোষণা দেয়া হয়েছিল ‘মুখোশ মানুষ’ ছবিটি আগামী বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে দেশজুড়ে মুক্তি দেয়া হবে। কিন্তু বুধবার (২৩ নভেম্বর) ছবির নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল জানালেন ‘মুখোশ মানুষ’ বিজয় দিবসে মুক্তি দেয়া হবে না।

হঠাৎ মুক্তির সিদ্ধান্ত পেছানো প্রসঙ্গে তরুণ এই নির্মাতা বলেন, ‘বিজয় দিবসে আরো কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক কিংবা দেশাত্মকবোধক ছবি মুক্তি পাবে বলে জেনেছি। সেইসব ছবির প্রতি সম্মান রেখেই সিদ্ধান্ত নিয়েছি ১৬ তারিখ এই ছবিটি মুক্তি দেব না। সেক্ষেত্রে আগামী ৩০ ডিসেম্বর ‘মুখোশ মানুষ’ মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।’

মুখোশ মানুষ ছবি সাইবার ক্রাইমকে কেন্দ্র করে। এটি একটি থ্রিলার ধর্মী ছবি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল, নওশিন, কল্যাণ কোরাইয়া, লামিয়া মিমো, বড়দা মিঠু, প্রসূন আজাদ প্রমুখ।

কিছুদিন আগে এ ছবির ট্রেলার প্রকাশ পায়। টানটান উত্তেজনা আর রোমান্সে ভরা এই মুখোশ মানুষের ট্রেলাটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। ছবির আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ ও আহমেদ হুমায়ূন। আর গানগুলো গেয়েছেন সুকন্যা মজুমদার, আঁচল ও আরিফ।

জানা গেছে, শিগগির সাইবার ক্রাইম বন্ধের জন্য বিভিন্ন জেলা শহরে ক্যাম্পেইন করবে ‘মুখোশ মানুষ’ ছবির টিম। সাধারণ জনগণকে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করার লক্ষেই মূলত এই ক্যাম্পেইন।

দেখুন ছবিটির ট্রেলার :



এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।