রঙিন চশমা বানাবেন তরুণ নির্মাতারা


প্রকাশিত: ০৬:০২ এএম, ২২ নভেম্বর ২০১৬
ছবি : সংগৃহীত

জনপ্রিয় কয়েকজন নাট্যনির্মাতা মিলে রঙিন চশমা নামের একটি ধারাবাহিক নাটক বানাবেন। এর প্রতি পাঁচ পর্বে থাকবে একটি করে গল্প। ‘রঙিন চশমা’ নির্মাণের প্রধান পরিচালক হিসেবে থাকবেন দেনমোহর টেলিফিল্মের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এছাড়া অন্যান্য নির্মাতাদের মধ্যে থাকবেন ইমরাউল রাফাত, মাবরুর রশিদ বান্নাহ, শুভ্র খান, শ্রাবণী ফেরদৌস, ইমেল হক, আবু রায়হান জুয়েল, আবু হায়াত মাহমুদ।

থাকবেন সেতু আরিফ, শহিদ-উন-নবী, তপু খান, মিলন ভট্ট, হামেদ হাসান নোমান, আরবি প্রিতম, রুবায়েত মাহমুদ, তুহিন হোসেন, কচি খন্দকার, সাজ্জাদ সুমন, নঈম ইমতিয়াজ নেয়ামূল, হিমেল আশরাফ।

আগামী মাসে সম্প্রচারে আসবে আরো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। `রঙিন চশমা` নাটকটি সেখানেই প্রচারিত হবে। গতকাল সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চ্যানেলটির কার্যালয়ে নির্মাতাদের সঙ্গে এ সংক্রান্ত চুক্তিস্বাক্ষর হয়।  

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ, পরিচালক সৈয়দ সামাদুল হক, শামস শান্তনু, হেড অব প্রোগ্রাম দীপংকর দীপন।

চ্যানেলটির সম্প্রচার শুরু হওয়ার পর সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে `রঙিন চশমা` প্রচারিত হবে।

এনই/এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।