প্রকাশ হচ্ছে দানা মাঝির ট্রেলার
স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১৬ কিলোমিটার হেঁটে যাওয়া ভারতের উড়িষ্যার আলোচিত ঘটনা নিয়ে বাংলাদেশে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘দানা মাঝি’। খুব শিগগিরউ ইউটিউবে ছবিটির ট্রেলার প্রকাশ হবে বলে জানালেন এর পরিচালক বাবুল হৃদয়।
সম্প্রতি গাজীপুরের পোড়াবাড়ি, টঙ্গী, ও ঢাকার মনোরম লোকেশনে ছবিটির চিত্র ধারণ করা হয়েছে। পরিচালক বলেন, ‘ফিল্মটির সম্পাদনার কাজ শেষ হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ‘দানা মাঝি’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ঢাকায়।’
ছবিটিতে দানা মাঝির নাম ভূমিকায় অভিনয় করেছেন তারেক ইসলাম। এতে আরো অভিনয় করেছেন লাকি আক্তার, ফাহমিদা ফ্লোরা, শেখ লিমন, লতিফুর রহমান, নাজমুল হুদা, সুমন চৌধুরী, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, রুবেল, লায়লা পারভীন কেয়া, স্নিগ্ধা খানম, দিপু, স্বপ্না প্রমুখ।
দেশি-বিদেশি টিভি চ্যানেলে প্রচারসহ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘দানা মাঝি’।
উড়িষ্যার কালাহান্ডির আদিবাসী সম্প্রদায়ের দানা মাঝি তার স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে যাওয়ার ঘটনায় স্তম্ভিত হয়েছে গোটা বিশ্ব। গত ২৫ আগস্ট উড়িষ্যার এ ঘটনা বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়েছিল।
এলএ/এমএস