প্রাক্তন প্রেমিকাদের ভুলে যেতে চান না সালমান


প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

কখনও নিজের প্রাক্তন প্রেমিকাদের প্রসঙ্গ উঠলে কুণ্ঠিত দেখায় না তাঁকে। বরং নিজেই ব্যাপারটিকে মজা করে সহজ করে দেন বলিউডের অন্যতম এলিজিবল্ ব্যাচেলার সালমান খান। দুবাইয়ে এক সাংবাদিক বৈঠকে ফের একবার তা প্রমাণ করলেন তিনি। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর প্রিয় ক্রিকেটার কে? উত্তরে তিনি বলেন মহম্মদ আজহারউদ্দিন।

এটুকুর মধ্যে অবাক হওয়ার মতো কিছু না থাকলেও এরপরেই তাঁর কথায় ফুটে ওঠে কৌতুক। ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আজহার শুধু তাঁর প্রিয় তারকাই নন, তিনি সঙ্গীতা বিজলানীর স্বামীও! না, না, প্রাক্তন স্বামী।

প্রসঙ্গত, বিজলানী ছিলেন সালমানের প্রাক্তন প্রেমিকা। কিন্তু সে ব্যাপারে বিন্দুমাত্র অস্বস্তিতে না পড়ে ব্যাপারটিকে অনেক বেশি মজার করে তোলেন সালমান খান।

Bijlany
শুধু সঙ্গীতাকে নিয়েই নন, সম্প্রতি তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে রসিকতা করতেও ছাড়েননি তিনি। কিছুদিন আগেই সালমানের বোনের বিয়ের অনুষ্ঠানে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে মজা করে তিনি ক্যাটরিনাকে বলেন, আমি তোমাকে ‘ক্যাটরিনা খান’ হওয়ার সুযোগ দিয়েছিলাম, তুমি ‘ক্যাটরিনা কাপূর’ হতে চাইলে।

katrina kaif
সালমান যে তাঁর প্রাক্তন প্রেমিকাদের ভুলে যেতে চান না, এঘটনাগুলি তাঁরই প্রমাণ।

আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।