তারার আলোয় ঝলমলে অস্কার
সোমবার লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেলো ৮৭তম অস্কার অনুষ্ঠান। বিশ্বের সর্ববৃহৎ এ আয়োজনের লালগালিচা আলোকিত করেছেন হলিউডের নামকরা সব অভিনেত্রী-অভিনেতা। চলুন জেনে আসি কী ঘটেছিলো এবারের অস্কারে-
শুরুতেই স্বদেশি গায়িকা আনা কেন্ড্রিককে নিয়ে গান গেয়ে শোনান এবারের উপস্থাপক ৪১ বছর বয়সী মার্কিন তারকা নীল প্যাট্রিস হ্যারিস । প্রথমবারের মতো অস্কার পাওয়া হলো ১৯ বারের মতো মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপের। `সেলমা` ছবির `গ্লোরি` গানটি গেয়েছেন জন লিজেন্ড ও রেপার কমন। এবারই প্রথম অস্কার জিতলেন তারা। কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী লেভিয়াথান ফিরল শূন্য হাতে। আন্দ্রে জিভাগিন্সতেভ পরিচালিত এ সিনেমাটি সাফল্যের মুখ দেখেনি। অথচ গোল্ডেন গ্লোবে ছিল লেভিয়াথানের জয়জয়কার।
গত বছর যে জায়গাটায় ছিল ডিক্যাপ্রিয় অভিনীত অ্যামেরিকান হাসল, এবার সেই স্থান নিল লেভিয়াথান। স্বর্ণের অক্ষরে লেখা থাকবে জুলিয়ান মুর ও এডি রেডমায়ানের নাম। `দ্য থিওরি অব এভরিথিং` ছবিতে বর্তমান বিশ্বের সবচেয়ে নামি বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করে এডি রেডমায়ান জিতে নিলেন এ পুরস্কার। অন্যদিকে সর্বমোট পাঁচবার মনোনীত হলেও এবারই সেরা অভিনেত্রীর পুরস্কার নিজের ঝুলিতে ভরলেন জুলিয়ান মুর।
`স্টিল অ্যালিসে`র জন্য তিনি পেয়েছেন এ পুরস্কার। গত আসরের মতো এবারও লাতিনদের জন্য স্মরণীয়। এবার সব ছাড়িয়ে গেছে বার্ডম্যান। আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত ছবিটি মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে। `দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল`ও চারটি বিভাগে জিতে নিয়েছে সেরার পুরস্কার। `দ্য সাউন্ড অব দ্য মিউজিক` ছবির একটি গান পরিবেশন করেন লেডি গাগা। নেইল পেত্রিক হেরিস তার কিছু অনুমান বাক্সবন্দি করে রেখেছিলেন মঞ্চের এক কোণায়। ব্যাপারটা খুবই নাটকীয় ছিল এবং অভিনবও বটে। তার অনুমানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল জুলিয়ান মুরের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেওয়া।
এইচএন/আরআইপি