নতুন বিজ্ঞাপনে রুহী
ছবির শুটিং নিয়ে ব্যস্ততার কারণে অনেকদিন ধরে বিজ্ঞাপন থেকে দূরে ছিলেন মডেল অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করলেন তিনি। দিপু সেকেন্দারের নির্দেশনায় একটি ভোজ্য তেলের মডেল হয়েছেন তিনি।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে বলে জানান রুহী। তিনি বলেন, `আমার আগের বিজ্ঞাপনগুলোর চেয়ে এবারের বিজ্ঞাপনের গল্পটা আলাদা। আমাকে দর্শক মোটরসাইকেল চালক হিসেবে দেখতে পাবেন। শুটিংয়ের সময় প্রথম দিকে একটু ভয় পেলেও পরে অবশ্য মোটরসাইকেল চালাতে বেশ মজাই লেগেছে।`
সম্প্রতি রুহী অভিনীত অনিমেষ আইচের `জিরো ডিগ্রি` ও মহুয়া চক্রবর্তীর `গ্ল্যামার` ছবি দুটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে মুনসুর আলীর `সিনেমা` নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে তিনি।
এইচএন/আরআইপি