আবারও শুরু হচ্ছে কৌন বানেগা ক্রোড়পতি


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৯ আগস্ট ২০১৪

আবারও শুরু হচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’। এবারও উপস্থাপনা করবেন হিন্দি চলচ্চিত্রের মেগাস্টার অমিতাভ বচ্চন। আগামী ১৭ই আগস্ট থেকে সনি টিভিতে প্রচার শুরু ‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন ৮।

বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে এ শোটি। এরই মধ্যে এই রিয়েলিটি শোটির সূচনা পর্বের ধারণ সম্পন্ন হয়েছে। এবার নির্মাতারা শোটির সূচনা পর্বের  জন্য বেছে নিয়েছেন ভারতের সুরাট শহরকে। আর সনি টিভির জন্য ‘কৌন বানেগা ক্রোড়পতি’ নির্মাণ করছে প্রযোজনা  প্রতিষ্ঠান বিগ সিনার্জি এন্টারটেইনমেন্ট।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, গত ২ আগস্ট সুরাটে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মাধ্যমে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র উদ্বোধনী পর্ব ধারণ করা হয়েছে। জনপ্রিয় এই রিয়েলিটি শোর এবারের সিজনে আঙ্গিকগত দিক থেকে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। প্রতিযোগীদের ‘লাইফলাইন’ বিভাগেও খানিকটা পরিবর্তন এসেছে। এখন থেকে সেটে তিনজন পরামর্শদাতা উপস্থিত থাকবেন, যারা এক্ষেত্রে প্রতিযোগীদের সহায়তা করবেন। তাদেরকে ‘ত্রিগুণী’ নামে ডাকা হবে। থাকছে ‘রেড কোড’ নামের আরেকটি বিভাগ।

এর মাধ্যমে প্রতিযোগী তার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ অনুযায়ী ইচ্ছে করলে যে কোন অবস্থায় প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন তারা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।