নওশীনের দ্য ফেইক এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (ভিডিও)


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মানুষ : দ্য ফেইক’ এবার পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবেই নির্মিত হচ্ছে। এর আগে ‘মুখোশ মানুষ : দ্য ফেইক’ এর একটি ট্রেইলার ইউটিউবে আপলোড করা হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

দ্য ফেইকের নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল জানিয়েছেন, মুখোশ মানুষ : দ্য ফেইক এর শুটিং শুরু হয়েছে ২০১৪ সালের মার্চে। এর অধিকাংশ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। এটি নির্মিত হচ্ছে এই সময়ের সাইবার ক্রাইমের গল্প নিয়ে। এতে সাইবার ক্রাইমের শিকার এক নারীর অসহায়ত্বের গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তরুণ আহাদুর রহমান। ৮০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ২ ঘণ্টা ২০ মিনিটের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে তৈরি করা হচ্ছে।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।