নওশীনের দ্য ফেইক এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (ভিডিও)
আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মানুষ : দ্য ফেইক’ এবার পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবেই নির্মিত হচ্ছে। এর আগে ‘মুখোশ মানুষ : দ্য ফেইক’ এর একটি ট্রেইলার ইউটিউবে আপলোড করা হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
দ্য ফেইকের নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল জানিয়েছেন, মুখোশ মানুষ : দ্য ফেইক এর শুটিং শুরু হয়েছে ২০১৪ সালের মার্চে। এর অধিকাংশ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। এটি নির্মিত হচ্ছে এই সময়ের সাইবার ক্রাইমের গল্প নিয়ে। এতে সাইবার ক্রাইমের শিকার এক নারীর অসহায়ত্বের গল্প তুলে ধরা হয়েছে।
সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তরুণ আহাদুর রহমান। ৮০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ২ ঘণ্টা ২০ মিনিটের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে তৈরি করা হচ্ছে।
এএ