সোনার হরিণের দেখা পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট (ভিডিও)
হলিউড ছবির জন্য যেমন রয়েছে অস্কার পুরস্কার, তেমনি ফরাসি ছবির জন্য রয়েছে সিজার অ্যাওয়ার্ড। অনেক ফরাসি অভিনেত্রী অস্কার জিতলেও মার্কিন অভিনেত্রীদের কাছে সিজার ছিল সোনার হরিণ। অবশেষে প্রথম মার্কিন অভিনেত্রী হিসেবে সেই সোনার হরিণের দেখা পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। `ক্লাউডস অব সিলস মারিয়া` ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার সিজার জয় করেছেন `টোয়াইলাইট` তারকা। ছবিটি পরিচালনা করেছেন `কোল্ড ওয়াটার` ও `ক্লিন` খ্যাত অলিভিয়ের অ্যাসাইয়াস। ক্রিস্টেন ছাড়াও ছবির অন্যতম দুটি চরিত্রে অভিনয় করেছেন জুলিয়েট বিনোশ ও ক্লোয়ি গ্রেস মরিতজ।
পুরস্কার হাতে নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্রিস্টেন বলেন, `জীবনের প্রথম বড় পুরস্কার। তাই এটি একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। সিজার কর্তৃপক্ষকে ধন্যবাদ, সেই সঙ্গে অলিভিয়ের ও জুলিয়েটকে আর যাদের কাছ থেকে শুটিংয়ের প্রতিটি দিন কিছু না কিছু শিখেছি।`
এবারের অস্কারে বিদেশি ভাষার ছবির মনোনয়নে `টিম্বুকটু` বড় জয় পেয়েছে সিজারে। আটটি মনোনয়নের মধ্যে সেরা ছবি, চিত্রনাট্য, সংগীতসহ সাতটি সিজার জয় করে উত্তর আফ্রিকার মৌরিতানিয়ার এ ছবিটি।
আরআইপি