সাংবাদিকদের প্রশংসায় অমিতাভ
সাংবাদিকদের প্রশংসায় মুক্ত কণ্ঠ বিগ-বি। তার অফিশিয়াল ব্লগে তিনি লিখেছেন, ‘সাংবাদিকরা যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার দাবিদার। যদিও সিনে তারকাদের সঙ্গে মিডিয়ার সম্পর্ক অম্ল-মধুর’। আমাদের কাছ থেকে পরিচালক যেমন তার প্রাপ্তি নিংড়ে নেন। ঠিক তেমন একজন সাংবাদিকও তার সিনিয়রের থেকে কাজ নিয়ে আসেন যেটা তাদের করতেই হয়’।
শাহেনশা আরও লিখেছেন, ‘একবার যদি কেউ মিডিয়ার সামনে দাঁড়াবেন বলে ভেবে থাকেন, তাহলে তার কখনই আশা করা উচিত নয় যে সাংবাদিকরা তার পছন্দ মতো কথাই বলবেন। আর সেরকম করা হলে সাংবাদিকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার সামিল। কেউ যদি এমন মন্তব্যই করতে না চান, যা হেডলাইন হয়ে উঠবে। তাহলে মিডিয়ার সমানে যাওয়ার দরকার কি। যদি একবার মনস্থির করে থাকেন সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন, তাহলে মানসিক ভাবে তৈরি থাকতে হবে অসস্থিকর প্রশ্নের জন্য’।
কিছুদিনের মধ্যেই আমিতাভের ছবি ‘ওয়াজির’ এবং ‘পিকু’র রিলিজ আছে। তাই কি এমন মিডিয়ার ঢালাও প্রশংসা বিগ বি-র জোর জল্পনা বলিমহলে।
এআরএস/আরআই