আলোচনায় বাপ্পা মজুমদারের নতুন মিউজিক ভিডিও


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৬ নভেম্বর ২০১৬

প্রকাশ হয়েছে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন গানের মিউজিক ভিডিও। ‘তুমি নাই’ শিরোনামের গানটির ভিডিও গতকাল ১৫ নভেম্বর ইউটিউবে সবার জন্য উন্মুক্ত হয়েছে।

নতুন করে প্রকাশ হওয়া গানটি একদিনের মধ্যেই আলোচনায় এসেছে। দর্শক-শ্রোতাদের কাছে সাড়া পেয়েছে গানটি। মাত্র ১ দিনেই গানটি দেখেছেন প্রায় ২৫ হাজার দর্শক। এটি প্রকাশ হয়েছে বী ইমজ ওয়ার্কস্টেশানের ব্যানারে।

‘শ্যামলীতে তোমার কথা ভাবতে ভাবতে যাই/ শের শাহ রোডে এসে দেখি তোমার দেখা নাই/ ফুল কিনব বলে আমি শাহবাগে গিয়ে/ তোমার জন্য কিনে আনি সবুজরঙা টিয়ে’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন শেখ রানা। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

রোমান্টিক-বিরহী ঘরানার গানটিতে উঠে এসেছে ঢাকা শহরের বিভিন্ন স্থানের বর্ণনা ও সজীব চিত্রায়ন। যা শ্রোতাদের নস্টালজিক করে তোলে। গানের ভিডিওতে বাপ্পা মজুমদারের সঙ্গে মডেল হয়েছেন নোভাইরা রহমান। ক্যামেরায় ছিলেন রুমন পাইকার। ভিডিও পরিচালনা করেছেন অভিজিৎ মজুমদার।

বাপ্পা মজুমদার জানান, ঢাকার শ্যামলী, শেরশাহ রোড, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার গেট, সেগুনবাগিচা, লালবাগ মোড়, বেচারাম দেউরি ও বুড়িগঙ্গাসহ প্রায় ২৫টি লোকেশনে টানা তিনদিন শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির।

দেখুন ‘তুমি নাই’ গানটির ভিডিও :

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।