একুশের লেট নাইট কফিতে শমী কায়সার


প্রকাশিত: ০২:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার  `লেট নাইট কফি` শিরোনামের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন। শনিবার রাত ১২টায় আরটিভিতে তাকে এ অনুষ্ঠানে দেখা যাবে।

এ অনুষ্ঠানে তার বাবা শহীদুল্লা কায়সারের গল্প এবং নিজের কথা বলবেন। তার বাবা শহীদুল্লা কায়সারকে হারিয়েছেন ১৯৭১ সালের ১৪ ডিসেম্ব্বর। তার মায়ের কাছে শুনেছেন, ১৪ ডিসেম্বর সকালবেলা তার বাবাকে ধরে নিয়ে যায় পাক-হানাদাররা। তারপর আর তিনি ফিরে আসেননি।

পাকিস্তানি সেনা আর রাজাকার-আলবদররা শহীদুল্লা কায়সারের মতো দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। অনুষ্ঠানে এসব বিষয় তিনি তুলে ধরবেন। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির।

এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।