ঝড় তুলেছে সানির দেশি লুক (ভিডিও)


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

সানি লিওনের আগামী ছবি `এক পহেলি লীলা` নিয়ে এর মধ্যেই উত্তেজনার পারদ চরমে। আর এ পারদ আরও গরম করতে এবার ছবির নতুন গান `দেশি লুক`র প্রথম লুক নিজ টুইটারে পোস্ট করলেন সানি। আর এতেই হুড়মুড় করে লাইকের বন্যা বইয়ে গেছে পোস্টটিতে। জমেছে রসালো মন্তব্যও।

কনিকা কাপুরের গাওয়া এ গানটি কয়েক ঘণ্টার মধ্যে টুইটারেই ৩ লাখ বার দেখা হয়ে গেছে।

এদিকে, `এক পহেলি লীলাতে` আধুনিক নর্তকী, গ্রামের মেয়ে ও রহস্যময়ী অতীতের রাজকন্যার চরিত্রে দেখা যাবে সানিকে।

ববি খান পরিচালিত ছবিটিতে আছেন জয় ভানুশালি, রজনীশ দুগ্গল, মোহিত আহলওয়াত ও রাহুল দেব। এটি মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল।



এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।