রেফারি থেকে ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল
একদিকে তিনি যেমন নামজাদা মডেল, তেমনই তিনি নামকরা রেফারি। মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত বাঁশি মুখে সজাগ দৃষ্টিতে ঘোরেন তিনি। ইটালির সেই মহিলা রেফারি ক্লদিয়া রোমানি বাঁশি ছেড়ে এবার বিকিনি পরে হাজির হলেন ম্যাগাজিনের কভারে।
কিছুদিন রেফারিগিরি থেকে ছুটি নিয়েছেন। আর ছুটির এই সময়ে ঠিক করলেন কাজ করবেন মডেলিংয়ে। যেমন ভাবা তেমন কাজ। মোটা অর্থের চুক্তিতে নামকরা এক ম্যাগাজিনে বিকিনি পরে নেমে পরলেন রেফারি।
আগে ইউরোপের নামী মডেল হিসেবেই চিহ্নিত ছিলেন এই সুন্দরী। ইতালিতে জন্ম হলেও রোমানির ছেলেবেলা কেটেছে ডেনমার্কে। মডেল হয়ে র্যাাম্পে হাঁটারও শুরু সেখানে। তবে এরপর তিনি কাটিয়েছেন মায়ামিতেই। কিন্তু হঠাৎই ফুটবলের প্রতি তার মোহ জন্মায়। একের পর এক পরীক্ষা দিয়ে তিনি এখন এক শিক্ষিত পেশাদার রেফারি। যে কোনও দিনই তিনি সিরি-বি তো বটেই সিরি-এ তে ম্যাচ পরিচালনা করার ডাক পেয়ে বসতে পারেন।
এমআর/আরআই