জমে উঠছে দ্বিতীয় দিনের ফোক ফেস্ট


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১১ নভেম্বর ২০১৬
ছবি : মাহবুব আলম

বাংলার মাটির গান, বাঙালির প্রাণের গান- লোকগান। লালন-হাছন আর বাউল আব্দুল করিমের মতো অসংখ্য কালজয়ী সংগীত সাধকেরা সমৃদ্ধ করেছেন দেশের লোক গানের ভাণ্ডারকে। বরাবরই এসব গানের শ্রোতা বাঙালি। সেই প্রিয় গানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে, এবং আবেদন হারানো লোক সংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গেল বছর সান ইভেন্টস আয়োজন করে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল।

গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে লোকসংগীতের এই আন্তর্জাতিক আসর। বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় শিল্পীরা এখানে অংশ নিচ্ছেন।

উৎসবের দ্বিতীয় দিন আজ(শুক্রবার)। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ বিকেল ৫টা থেকেই দর্শকরা হাজির হয়েছেন উৎসব প্রাঙ্গণ ঢাকার আর্মি স্টেডিয়ামে। কেউ আসছেন বন্ধুদের নিয়ে দল বেঁধে, কেউ পরিবার-পরিজন নিয়ে হৈ চৈ করে প্রবেশ করছেন ফোক ফেস্টে। আশা করা হচ্ছে আজ জনসমুদ্রে পরিণত হবে আর্মি স্টেডিয়াম।

নিরাপত্তার চাদরে ঢাকা অনুষ্ঠানটির দ্বিতীয় দিনের শুরুতেই দর্শকদের সংগীত উপভোগে আমন্ত্রণ জানাবেন বাংলাদেশের জনপ্রিয় দুই বাদক। বাঁশী হাতে থাকবেন জালাল, ঢোল বাজাবেন নজরুল এবং গাইবেন ক্ক্সবাজারের জাহিদ। এরপর মঞ্চ মাতাবেন বাংলাদেশের লতিফ সরকার। গাইবেন প্রসাদ (কানাডা), ওশান (ভারত), লাবিক কামাল গৌরব (বাংলাদেশ) এবং কারেন লুগো অ্যান্ড রিকার্ডো মোরো (স্পেন)। 

তবে আজকের আয়োজনের অন্যতম চমক বাংলাদেশের শফি মণ্ডল ও ভারতের কৈলাস খের। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। দর্শকরা এটি সরাসরি উপভোগ করতে পারবেন ফেসবুক ও ইউটিউবেও।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।