১৪ দলের গণমিছিল আজ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে একযোগে গণমিছিল কর্মসূচি পালন করা হবে। শুক্রবার বিকাল ৪টায় এ গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের দেশবিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, পেট্রলবোমা হামলা, চোরাগুপ্তা বোমা হামলা, জঙ্গি নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ হত্যার প্রতিবাদে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের (বঙ্গবন্ধু স্কয়ার) সামনে থেকে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে গণমিছিলটি বের হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গণমিছিল সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
বিএ/এমএস