দর্শকদের বিনোদন দেয়ার লক্ষ্যেই এগিয়ে চলেছে দীপ্ত টিভি


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৯ নভেম্বর ২০১৬

কলকাতার টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠান ও সিরিয়ালের প্রতি দেশীয় দর্শকদের অতিমাত্রায় আসক্তি। সেইসব সিরিয়ালের অভিনেতাদের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। যার দু-একটি চরিত্র নিয়ে আদিখ্যতা পৌঁছে গিয়েছিলো সীমার বাইরে।

সেই ভাবনা থেকে দর্শককে দেশীয় টিভিতে ফিরিয়ে আনতে যাত্রা শুরু করেছিলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল দীপ্ত টিভি। গেল বছরের ১৮ অক্টোবর জমকালো এক সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করেছিলো চ্যানেলটি। আসছে ১৮ নভেম্বর দীপ্ত পা রাখছে সাফল্যের দ্বিতীয় বছরে। এ উপলক্ষে আজ বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় কারওয়ানবাজারের দীপ্ত টিভির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেলটির পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার (সিইও) কাজী উরফি আহমেদসহ নিউজ, মার্কেটিং বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রধানরা। আরো ছিলেন দীপ্ত টিভির লাইন প্রোডিউসার মোস্তফা মনন, শায়লা আহমেদ ও আরো অনেকে।

অনুষ্ঠানে দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দীপ্ত টিভির এক বছর পূর্তিতে সবাইকে অভিনন্দন। দর্শকদের অসংখ্য ধন্যবাদ, তারা শুরু থেকেই আমাদের সঙ্গে রয়েছেন বলে।’

চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ বলেন, ‘অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা পথচলা শুরু করেছিলাম। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো বিদেশি টিভির প্রতি আসক্ত দর্শকদের ঘরে ফিরিয়ে আনা। এটা সত্যি আনন্দের বিষয় যে, আমরা সেটা পেরেছি। এখন সবাই দীপ্ত টিভির সিরিয়ালের গল্প বলেন। সবাই সুলতান সুলেমান আর হুররামের গল্প বলেন। আমাদের মা-বোনেরা এখন দেশীয় সিরিয়ালের চরিত্র পালকী, সাবা, অপরাজিতাকে নিয়ে আড্ডায় মাতেন। আমাদের ভালো লাগে।’

তিনি আরো বলেন, ‘গেল এক বছর ধরে একটি নতুন চ্যানেল হওয়া সত্বেও আমরা দর্শক জরিপে শীর্ষ তালিকায় অবস্থান করেছি। এটা সম্ভব হয়েছে দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান প্রচার, গণমাধ্যমের সমর্থন ও সাহায্য। এভাবে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইও বলেন, ‘যারা সুলতান সুলেমান বিদেশি সিরিয়াল বলে এর সমালোচনা করছেন তারা আসলে ভুল বোঝার কারণেই বলছেন। মানুষ দিন শেষে সুস্থ, সুন্দর বিনোদন চায়। যারাই সেই বিনোদনের চাহিদা মেটাতে পারবে তারাই এগিয়ে যাবে। আমরা সেই চেষ্টা করে চলেছি। দেশীয় সিরিয়াল যেমন প্রচার করছি তেমনি নিজেদের প্রযোজনায় ‘পালকী’, ‘অপরাজিতা’ এবং ‘খুঁজে ফিরি তাকে’ শিরোনামের মতো নিজস্ব সংস্কৃতি, চেতনা, ভাবনা, পরিচিত গল্পের সিরিয়ালও প্রচার করছি। দর্শক সেগুলো গ্রহণ করেছেন। শুধু তাই নয়, গেল ঈদে আমরা আমাদের নিজেদের প্রযোজনার বাইরে বিভিন্ন নির্মাতাদের বানানো নাটকও প্রচার করেছি। দেশপ্রেম বলুন আর দর্শকদের বিনোদন দেয়ার দায়বদ্ধতার কথাই বলুন- দীপ্ত টিভি সবখানেই ইতিবাচকভাবে ভূমিকা রাখতে চায়।’

আরেকটি প্রশ্নের উত্তরে চ্যানেলটির পরিচালক কাজী জাহিন হাসান বলেন, ‘আমরা সিরিয়াল নিয়েই বেশি মনযোগী। ভালো গল্প পেলে খন্ড নাটক প্রচারের আধিক্যও বাড়বে। তবে চলচ্চিত্রে প্রযোজনা নিয়ে তেমন মনযোগী নই।’

গেল বছরের ১৮ নভেম্বর নতুন আঙ্গিকে নতুন ভাবনার বৈচিত্র্যপূর্ণ সব বিনোদন অনুষ্ঠান নিয়ে হাজির হয় দীপ্ত টিভি। নিজস্ব ভবন, নিজস্ব স্টুডিও আর নিজস্ব সেটে দীপ্ত টিভি নির্মাণ করছে নিজেদের সবগুলো অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানগুলো নির্মিত হচ্ছে দীপ্ত টিভির নিজস্ব টেকনিশিয়ান আর কুশলী পরিচালকদের হাতে।

টিভি চ্যানেল বিমুখ দর্শকদের দেশীয় চ্যানেলে ফিরিয়ে আনতে দীপ্ত টিভি নিয়ে আসছে রকমারি গল্পের অনন্য সব মেগা সিরিয়াল। অল্প দিনেই চ্যানেলটি সবার আলোচনায় আসে অটোমান সাম্রাজ্যের গল্পে নির্মিত টার্কিশ সিরিয়াল ‘সুলতান সুলেমান’ প্রচার করে। চমৎকার বাংলা সংলাপ নির্বাচন ও শ্রুতিমধুর ডাবিং সিরিয়ালটিকে জনপ্রিয় করতে সাহায্য করেছে। পাশাপাশি প্রখ্যাত ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর কালজয়ী উপন্যাস ‘বালুচরী’ থেকে নির্মিত হচ্ছে মেগা সিরিয়াল ‘অপরাজিতা’, ঢাকা শহরের একটি যৌথ পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, আর পাওয়া না পাওয়ার ভীড়ে ভালোবেসে হারিয়ে ফেলা একজনের স্মৃতির খোঁজ মেগা সিরিয়াল ‘খুঁজে ফিরি তাকে’ এবং গ্রামের এক সহজ-সরল-সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে মেগা সিরিয়াল ‘পালকী’ দীপ্ত টিভিকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

সেইসঙ্গে চ্যানেলটির নিয়মিত বিনোদন অনুষ্ঠান ‘দীপ্ত প্রভাতী’, ‘আজকের সিনেমা’ও দর্শকপ্রিয়তা পেয়েছে। সঙ্গে বিনোদনমূলক অনুষ্ঠানের বাইরে নির্মিত ডকুমেন্টারি, মুক্তিযুদ্ধ ও ইতিহাসের নানা দিক উন্মোচন করে কুড়িয়েছে দর্শকদের ভালোবাসা। কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’ সপ্তাহে পাঁচ দিন প্রচার করে দীপ্ত টিভি এক নতুন মাত্রায় নিয়ে গেছে কৃষি ভিত্তিক টিভি অনুষ্ঠানকে। তাছাড়াও দেশ বিদেশের সর্বশেষ খবর নিয়ে থাকছে দীপ্ত টিভির প্রতিদিনের নিউজ।

আগামীর পরিকল্পনায় দীপ্ত টিভি জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে প্রচার শুরু হবে সুলতান সুলেমান’র চতুর্থ সিজনের। সেইসঙ্গে আরো বেশ কিছু বিদেশি সিরিয়াল যোগ হবে এই চ্যানেলের অনুষ্ঠানমালায়। থাকবে বিশেষ ডকুমেন্টারি আরো নানান স্বাদের নানান রকম বিনোদনের অনুষ্ঠান। ছোটদের জন্য প্রচার হবে বেশ কিছু জনপ্রিয় কার্টুন সিরিজ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।