হুমায়ূন আহমেদ স্মরণে সেলিম চৌধুরী


প্রকাশিত: ০৭:২৩ এএম, ০৮ নভেম্বর ২০১৬

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের খুব প্রিয় একজন শিল্পী ছিলেন সেলিম চৌধুরী। বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে তিনি এই শিল্পীকে দিয়ে গান করিয়েছিলেন।

নিজের বেশ কিছু লেখাতেও সেলিম চৌধুরীর কথা উল্লেখ করেছেন। বিশেষ করে তার কণ্ঠে হাছন রাজার গান শুনতে পছন্দ করতেন হুমায়ূন আহমেদ। পাশাপাশি নিজের চলচ্চিত্র ‘চন্দ্রকথা’য় সেলিম চৌধুরীর জন্য দারুণ একটি গানও লিখেছিলেন হিমুর এই স্রষ্টা। ‘চাঁদনী পসরে কে’ শিরোনামে গানটি তুুমুল শ্রোতাপ্রিয়। গানটি দিয়ে নতুন করে আলোচনায় আসেন সেলিম চৌধুরী।

প্রিয় এই লেখখের জন্মদিন আসছে ১৩ নভেম্বর। এই উপলক্ষে বৈশাখী টেলিভিশনে হাজির হচ্ছেন সেলিম চৌধুরী। তিনি গানে গানে স্মরণ করবেন হুমায়ূন আহমেদকে। তিনি গেয়ে শোনাবেন হুমায়ূন আহমেদের প্রিয় সব গান।

বৈশাখীর জনপ্রিয় অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’ বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামী শুক্রবার (১১ নভেম্বর) রাত ১১টায়। সরাসরি সম্প্রচারিত সংগীতায়োজনটিতে দর্শক টেলিফোনে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস’র মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন।

অনুষ্ঠানটির প্রজোযনায় আছেন আসিফ রহমান ও আলমগীর রাসেল। উপস্থাপনায় থাকবেন নাবিলা ইসলাম।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।