মার্শাল আর্ট শিখবেন অপু


প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

শামীম আহমেদ রনি পরিচালিত `বস-দ্য ডন` শিরোনামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিটি অ্যাকশনধর্মী কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে। এ ছবিতে অপু বিশ্বাসকে একজন পেশাদার খুনি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন মারপিটের দৃশ্যে অভিনয় করতে হবে তাকে। এ জন্য মার্শাল আর্ট শেখার সিদ্ধান্ত নিয়েছেন অপু।

মার্চ থেকে মার্শাল আর্টের ওপর প্রশিক্ষণ নেয়া শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, `এ ছবিতে আমি আমার সব রকম অভিনয় প্রতিভাকে তুলে ধরব। এ জন্য এখন থেকেই বিভিন্ন বিষয়ের ওপর প্রস্তুতি নেয়া শুরু করেছি। আমি স্কুটি চালাতে পারি। `বস-দ্য ডন` ছবির চরিত্রটিকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমাকে বাইক চালানোও শিখতে হবে। ইতোমধ্যে জিমে আগের চেয়ে সময় বাড়িয়ে দিয়েছি। চলন-বলনেও পরিবর্তন আনতে শুরু করেছি।`

`বস-দ্য ডন` ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস। ছবিটি প্রযোজনা করছে খান ফিল্মস। চলতি বছরের মাঝামাঝি সময় এ ছবির শুটিং শুরু হবে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।