শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সকল একাডেমিক কার্যক্রম বন্ধ হচ্ছে ৩০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি নোটিশে জানানো হয়।
নোটিশে জানানো হয়, পবিত্র রমজান মাস, জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩২ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। প্রশাসনিক কাজকর্ম এ মাসের ১৭ তারিখ পর্যন্ত চলবে। তবে এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে বলে জানা গেছে।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অনাকাঙ্খিত মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যখন কঠোর আন্দোলনের দিকে ধাবিত হচ্ছিল, তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিল।