আবারো ফিরছেন ছবি


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বিয়ে তারপর সন্তান, দুই মিলিয়ে প্রায় দেড় বছর পর ‘ফির দেখা’ নাটকের মাধ্যমে টিভি পর্দায় ফিরছেন ফারজানা ছবি। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প এবং তাঁরই নাট্যরূপে হিমেল ইসহাকের পরিচালনায় নির্মিত হলো একুশের বিশেষ নাটক ‘ফিরে দেখা’। মূখ্য অপর একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ। নাটকটি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিটিভিতে রাত ৯টা প্রচার হবে।



গল্পে দেখা যাবে, বাহান্নোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুনী বিথী, সময়ের উপলদ্ধি প্রতিমুহূর্তে যার জীবনে নিয়ে আসে নতুন নতুন উপাখ্যান। সে সময় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে যে ক’জন অগ্রপথিক বিপ্লবী হয়ে উঠে, তাদের মধ্যে বিথী অন্যতম।

কিন্তু তার এই বিপ্লবে প্রথমেই প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তারই বাবা; তৎকালীন পুলিশ ইন্সপেক্টর। পারিবারিক বিরোধ এবং বিপত্তি বিথীর সংগ্রামী চেতনায় যোগ করে অদৃশ্য এক শক্তি। বাহান্নোর ২১ ফেব্রুয়ারি স্থির করা হয় বিথীর বিয়ের তারিখ; একদিকে মিছিল অন্যদিকে জীবন। এখন কী হবে বিথীর সিদ্ধান্ত, মিছিল নাকি জীবন? নাকি এই দুইয়ের মাঝে শূন্য থেকে অসীমের এক সেতুবন্ধন?

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।