ক্যান্সারাক্রান্ত মায়ের জন্য নাটক


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৭ নভেম্বর ২০১৬

কুড়িগ্রামের ক্যান্সারাক্রান্ত দুই সন্তানের মা খোদেজা বেগমের চিকিৎসা সাহায্যার্থে এগিয়ে এসেছে নাটকের দল ‘নাটুকে’ ও তাদের শাখা সংগঠন ‘থিয়েটার ক্যান ফান্ড’।

ওই মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করতে আগামী ৮ নভেম্বর মঙ্গলবার দর্শকপ্রিয় দুটি কমেডি নাটক ‘ঠাকুর ঘরে কে রে’ ও ‘বিয়ে বিড়ম্বনা’র প্রদর্শনী করতে যাচ্ছে নাটুকে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালাায় সন্ধ্যা ৬ টায় মলিয়্যের রচিত ও অসীম দাশ নির্দেশিত ‘বিয়ে বিড়ম্বনা’ এবং ৭টা ১৫ মিনিটে মার্ক কেমলতি রচিত ও আল নোমান অনুদিত-নির্দেশিত ‘ঠাকুর ঘরে কে রে’ নাটক দুটির মঞ্চায়ন হবে।

নাটকগুলোতে অভিনয় করেছেন আল নোমান, এহসান, মনি, শ্যামল, শিমুল, মুরাদ, আল আমিন, মেরিন, পল্লব, আলমগীর, হান্নান সাগর, রিংকু ও জান্নাত। টিকিট থেকে প্রাপ্ত অর্থ প্রদর্শনী শেষে খোদেজা বেগমের স্বামীর কাছে হস্তান্তর করা হবে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।