ব্যস্ত হচ্ছেন সুমাইয়া শিমু


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৬ নভেম্বর ২০১৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। ধারাবাহিক আর এক ঘণ্টার নাটকে তার উপস্থিতি দর্শকদের কাছে বাড়তি আগ্রহের বিষয়। ক’বছর আগেও শিমু অভিনয় নিয়ে ছিলেন ভীষণ সিরিয়াস।

তবে গেল বছরের আগস্টে বিয়ের পর থেকে কিছুটা অনিয়মিত তিনি। অভিনয় ছেড়ে না দিলেও টুকটাক কাজ করতেন। তারপর চলতি বছর বাবা মারা যাওয়ার কারণে কিছুটা ভেঙে পড়েন এই অভিনেত্রী।

আশার কথা হচ্ছে, আবারো ব্যস্ত হচ্ছেন সুমাইয়া শিমু। জাগো নিউজের কাছে শিমু বলেন, ‘আমার কয়েকটা সিরিয়াল বিভিন্ন চ্যানেলে প্রচারে আছে। সেগুলোর নতুন পর্বের শুটিং শুরু করেছি চলতি সপ্তাহ থেকে। গতকাল (শনিবার) শুটিং করলাম মাছরাঙায় প্রচার হওয়া ‘শূন্যতা’ ধারাবাহিকের। আর আগামীতে বিজয় দিবসের জন্য দুটি এক ঘণ্টার নাটকে কাজ করার জন্য শিডিউল দিয়েছি।’

তিনি বলেন, ‘চলতি মাসে কিছুদিনের জন্য ফিলিপাইন গিয়েছিলাম। এটা ছিল ফ্যামিলি ট্যুর। সঙ্গে আমার স্বামীও ছিল। সেখানে অনেক কিছু ঘুরে দেখেছি। মনটা ফ্রেশ হয়েছে। এখন আবার আগের মত কাজে মনোযোগী হতে চাই।’

অভিনয়-সংসার একসঙ্গে দুটো সামলাচ্ছেন কীভাবে? শিমুর সোজাসাপটা উত্তর। বললেন, ‘আগে অভিনয়ের ফাঁকে তো লেখাপড়ায় সময় দিতাম। এখন আমার শিক্ষাজীবন শেষ। স্বামী সংসার হওয়ার পর সেভাবেই ভারসাম্য রক্ষা করছি। এতে কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া আমার স্বামী মিডিয়ায় কাজকে বাঁকা চোখে দেখেন না। বরং সে আমাকে অনুপ্রেরণা দেয়। ভালো অভিনয় করার তাগিদ দেয়।’
 
প্রসঙ্গত, শোবিজে শিমুর ক্যারিয়ার ১৫ বছর অতিক্রম করেছে ইতোমধ্যে। ২০০০ সালের দিকে তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন। সর্বপ্রথম সেখানেই একটি বিজ্ঞাপনে মডেল হন। এরপর তিনি একের পর এক খণ্ড নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হচ্ছে ললিতা, রেডিও চকলেট, স্বপ্নচূড়া, এফএনএফ, হাউসফুল, কবি ইত্যাদি।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।