হাসপাতালে ভর্তি চিত্রনায়ক শাহীন আলম


প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৬ নভেম্বর ২০১৬

এক সময়ের আলোচিত চিত্রনায়ক শাহীন আলম এখন চলচ্চিত্রে অনিয়মিত। দেখা মিলে না ছোট পর্দাতেও। জানা গেল, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই অভিনেতা।

তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ওমর সানি।

জাগো নিউজকে ওমর সানি জানান, ‘শাহীন আলম রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে ভর্তি আছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও কিডনি জনিত রোগে ভুগছেন। চিকিৎসা নিয়ে বর্তমানে অনেকটা সুস্থতার দিকে আছেন। শাহীন আলমের জন্য সবাই দোয়া করবেন।’

নব্বই দশকের পর চলচ্চিত্রে নিয়মিত ছিলেন শাহীন আলম। বড় পর্দায় ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ইতিবাচক অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও অশ্লীলতার স্রোতে গা ভাসানো থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। ফলে অশ্লীলতা বিরোধী অভিযানে আরো অনেকের মতো শাহীন আলমও চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন।

১৯৮৬ সালের নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহীন আলম। চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি মঞ্চ নাটকে কাজ করতেন।

বর্তমানে শাহীন আলম পুরোদস্তুর কাপড়ের ব্যবসায়ী। নগরীর গাউসিয়াতে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।