ড্রাইভিং লাইসেন্স ছিলো না সালমানের!


প্রকাশিত: ০৩:৫১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

সময় যত গড়াচ্ছে, সালমান খানের বিরুদ্ধে গাড়িচাপা মামলা ততই জটিল হয়ে উঠছে। ৪৯ বছর বয়সী এই অভিনেতা সেই অনাকাঙ্ক্ষিত রাতে গাড়ি চালকের আসনে থাকলেও তার ড্রাইভিং লাইসেন্সই ছিল না! আদালতের তলব পেয়ে মহারাষ্ট্রের আঞ্চলিক পরিবহন কার্যালয়ের [আরটিও] এক কর্মকর্তা বিচারক ডি ডব্লিউ দেশপান্ডেকে এ তথ্য জানান।

সালমান বৈধ ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন ২০০৪ সালে। দুর্ঘটনা ঘটে আরও দুই বছর আগে। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বান্দ্রার এক ফুটপাতে তার গাড়িচাপায় ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু হয়, আহত হন আরও চারজন।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।