আবারও মঞ্চে চঞ্চল চৌধুরী


প্রকাশিত: ০৩:০২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় নিয়ে ব্যস্ততার কারণে মঞ্চে নিয়মিত সময় দিতে পারছিলেন না অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে এখন আবারও নিয়মিত হয়েছেন মঞ্চে। ‘আরণ্যক’ দলের জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’ ও ‘চে’র সাইকেলের কাজ করছেন। এছাড়া জানুয়ারিতে দুটি শো করেছেন তিনি। এভাবে সময় পেলে প্রায়ই মঞ্চে কাজ করছেন।

এদিকে টিভি মাধ্যমে বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘অফস্ক্রিন’ ও সঞ্জিত সরকারের ‘মামার বাড়ির আবদার`সহ বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন চঞ্চল। এছাড়া নতুন আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করার কথা রয়েছে তার। তবে খণ্ড নাটকেও নিয়মিত সময় দিচ্ছেন এ অভিনেতা।

সম্প্রতি ভাষা দিবস উপলক্ষে বৃন্দাবন দাসের লেখা একটি নাটকের শুটিং শেষ করেছেন চঞ্চল। পাশাপাশি আরও কয়েকটির কাজও হাতে রয়েছে বলেই জানান তিনি। অন্যদিকে নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও সরব চঞ্চল। এছাড়াও একটি পোলট্রিফিডের পণ্যের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। এটি শিগগিরই প্রচারে আসার কথা রয়েছে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।