যুক্তরাজ্যের উৎসবে রুহির সংগ্রাম
যুক্তরাজ্যের দুটি উৎসবে আমন্ত্রণ পেয়েছে মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহির `সংগ্রাম` ছবিটি । দেশটির ট্রাইবেকা ও কেজ্রিক উৎসবে দেখানো হবে চলচ্চিত্রটি। ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ কেজ্রিক এবং ১৫ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ট্রাইবেকা উৎসব চলবে। এ ছবিতে রুহির বিপরীতে অভিনয় করেছেন আমান খান। ছবিটি পরিচালনা করেছেন রুহির স্বামী ব্রিটিশ-বাংলাদেশি পরিচালক মনসুর আলী।
এ প্রসঙ্গে রুহি বলেন, `ট্রাইবেকা বেশ খ্যাতনামা উৎসব। এখানে হলিউডের কলাকুশলীদের সমাবেশ ঘটে। আর কেজ্রিক উৎসবে আমাদের ছবিটি প্রদর্শনসহ আমরা মহান মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলব।` কেজ্রিক উৎসবে ২৭ ফেব্রুয়ারি `সংগ্রাম` দেখানো হবে। পাশাপাশি ছবিটির নির্মাতা মনসুর আলী ও নায়িকা রুহি ছবির পটভূমি নিয়ে কথা বলবেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত রোমান্টিক ছবি `সংগ্রাম`। এতে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি হলিউড-বলিউডের শিল্পীরাও অভিনয় করেছেন।
এদিকে নির্মাতা মনসুর আলী জানিয়েছেন, শিগগিরই তার পরবর্তী ছবি `সিনেমা`র কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এখানেও প্রধান চরিত্রে থাকবেন রুহি। এছাড়া এ ছবিতে বাংলাদেশ, ভারত এবং ইংল্যান্ডের শিল্পীরা অভিনয় করবেন।
এইচএন/আরআইপি