লেডি গাগার বাগদান সম্পন্ন


প্রকাশিত: ১০:৫২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বিয়ে করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা লেডি গাগা। ইতিমধ্যে দীর্ঘদিনের ছেলে বন্ধু অভিনেতা টেইলর কিন্নির সঙ্গে বাগদান সম্পন্নের কথা জানিয়েছেন ২৮ বছর বয়সী এ গায়িকা।

ইতালীয় বংশোদ্ভুত এ পপতারকা গত সোমবার অনলাইনে ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। এতে হৃদয় আকৃতির একটি আংটি পরিহিত অবস্থায় দেখা যায় তাকে। ছবির পাশাপাশি একটি মন্তব্যও পোস্ট করেন এ সুপারস্টার। এতে তিনি লিখেন, ভালবাসা দিবসে টেইলর এটি আমাকে দিয়েছে; আমি তাকে হ্যাঁ বলে দিয়েছি।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করার পরপরই তার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। বিভিন্ন সময় নগ্ন হয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হওয়া লেডি গাগার ৫৫ লাখের বেশি ফলোয়ার রয়েছেন ইনস্টাগ্রামে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিনোদন ম্যাগাজিনের খবরে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে লেডি গাগাকে বিয়ের প্রস্তাব দেন টেইলর।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় `আই অ্যান্ড আই` গানের মিউজিক ভিডিও চিত্রায়নের সময় টেইলরের সঙ্গে পরিচয় হয় লেডি গাগার। ভিডিওতে মৎস্যকন্যার সাজে টেইলরের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে দেখা যায় লেডি গাগাকে।

অদ্ভুত ও বিচিত্র সব ফ্যাশনের জন্য আলোচিত এ কণ্ঠশিল্পীর সঙ্গে টেইলরের মন দেওয়া-নেওয়ার খবর চাউর ছিল তখন থেকেই। ৩৩ বছর বয়সী টেইলর কিন্নি যুক্তরাষ্ট্রের বিখ্যাত `শিকাগো ফায়ার`, `দ্য ভ্যাম্পায়ার ডায়রিস`, `জিরো ডার্ক থার্টি`সহ বিভিন্ন টেলিভিশন শোতে অভিনয় করেছেন।

আর ২০০৮ সালে `দ্য ফেইম` অ্যালবাম দিয়ে পপসঙ্গীতের জগতে আবির্ভাব লেডি গাগার। তার আগে অবশ্য আকর্ষণীয় নাচের কারণে ভক্তদের নজর কাড়েন তিনি। এর পর `পকার ফেইস`, `চেক টু চেক`সহ অনেকগুলো জনপ্রিয় গান উপহার দিয়েছেন এ পপ তারকা।

বিনোদন জগতের এ তারকা গানের পাশাপাশি এইডসসহ সমাজ সচেতনতা মূলক বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কাজের সঙ্গে যুক্ত। ২০১৩ সালের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের প্রভাবশালী নারীদের তালিকায়ও স্থান পেয়েছেন তিনি।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।