অভিনয়ে আগ্রহ নেই জোলির!


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

২০১১ সালে `ব্লাড অ্যান্ড হানি` ছবির মাধ্যমে পরিচালনায় নাম লিখিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। এরপর অনেকটা লড়াই করেই লুই জ্যামপেরিনির জীবনীমূলক `আনব্রোকেন` পরিচালনার সুযোগ পেয়েছেন। শেষ করলেন `বাই দ্য সি` ছবির কাজ এবং শিগগিরই আরেকটি ছবির পরিচালনায় হাত দিতে যাচ্ছেন।

অন্যদিকে ২০১০ সালের পর অভিনেত্রী জোলিকে পাওয়া গেছে গত বছরের `ম্যালেফিসিয়েন্ট` ছবিতে। পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে অভিনেত্রী পরিচয়ের চেয়ে পরিচালক পরিচয়টিই মুখ্য হয়ে উঠছে অস্কারজয়ী এই তারকার কাছে। আর সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন তিনি।

জোলি বলেন, `মা মারা যাওয়ার পর মনে হলো, তিনি নিজেকে পর্দায় দেখতে কতটা ভালোবাসতেন। নিজেকে তিনি তেমনভাবে পর্দায় উপস্থাপন করতে পারেননি কখনোই। হয়তো আমার মধ্যেই নিজেকে খুঁজতেন। তাই মা মারা যাওয়ার পর অভিনয়ের আগ্রহ কমতে শুরু করে। এর পরই দেখলাম, পরিচালক হিসেবে অন্যকে পর্দায় তুলে ধরতে পারার যে আনন্দ সেটা অভিনয়ে পাচ্ছি না। হয়তো অভিনয় থেকে সরেই যাব। যদি আগ্রহই না থাকে, জোর করে নিজেকে ক্যামেরার সামনে দাঁড় করাতে চাই না।`

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।